১. কোর্স এনরোলমেন্ট
- কোর্সে এনরোল করতে শিক্ষার্থীকে ক্লাস ৩-১০ এর মধ্যে হতে হবে
- এনরোলমেন্ট ফি ১০০০ টাকা অগ্রিম প্রদান করতে হবে
- এনরোলমেন্ট ফরমে সকল তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে
- অভিভাবকের সম্মতি এবং যোগাযোগের তথ্য প্রদান বাধ্যতামূলক
২. কোর্স পরিচালনা
- কোর্সটি ১০ দিনব্যাপী অনলাইনে পরিচালিত হবে
- প্রতিটি ক্লাসের রেকর্ডিং প্রদান করা হবে
- শিক্ষার্থীকে কমপক্ষে ৮০% ক্লাসে উপস্থিত থাকতে হবে
- সকল প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট সময়মত জমা দিতে হবে
৩. রিফান্ড পলিসি
- কোর্স শুরুর আগে রিফান্ড চাইলে ৮০% টাকা ফেরত দেওয়া হবে
- কোর্স শুরুর পর কোনো রিফান্ড দেওয়া হবে না
- টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাস বাতিল হলে পরবর্তী সময়ে ক্লাস নেওয়া হবে
৪. কোর্স মেটেরিয়াল
- সকল কোর্স মেটেরিয়াল আমাদের কপিরাইটের আওতায় থাকবে
- শিক্ষার্থীরা শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য মেটেরিয়াল ব্যবহার করতে পারবে
- কোর্স মেটেরিয়াল শেয়ার বা বিক্রি করা নিষিদ্ধ
৫. আচরণবিধি
- ক্লাসে সবার সাথে সম্মানজনক আচরণ করতে হবে
- অন্যের কাজ কপি করা নিষিদ্ধ
- কোনো ধরনের অসদাচরণ করলে কোর্স থেকে বহিষ্কার করা হতে পারে
৬. পরিবর্তন সংক্রান্ত
আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি। পরিবর্তন করা হলে শিক্ষার্থীদের ইমেইলের মাধ্যমে জানানো হবে।
৭. যোগাযোগ
শর্তাবলী সম্পর্কিত যেকোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:
- ইমেইল: abtahi.ancode@gmail.com
- ফোন: +8801408719628
- ঠিকানা: ঢাকা, বাংলাদেশ